Our President

Subhrajyoti Nayak

Subhrajyoti Nayak

President and Founder

Subhrajyoti Nayak has been leading Bharatiya Bangali Parishad since its inception, bringing years of experience in cultural preservation and community building.

আমরা ভারতীয় ! ভারতবর্ষ আমাদের দেশ! উত্তরে সুউচ্চ বরফাবৃত্ত হিমালয় পর্বত থেকে দক্ষিনে ভারত মহাসাগর, পশ্চিমে রাজস্থান এর থর মরুভূমি থেকে পূর্বে আসাম অরুনাচল প্রদেশের জঙ্গল, এছাড়াও কচ্ছের রণ, ম্যানগ্রোভ অরণ্য, আন্দামান নিকবোর দ্বীপপুঞ্জ সহ এই সুবিশাল বৈচিত্রময় উপমহাদেশ আমাদের জন্মভূমি !

 

তবে আমাদের দেশে ভৌগোলিক বৈচিত্রের সঙ্গে সঙ্গে আমাদের জনজাতি,ধর্ম,সম্প্রদায়,ভাষা সংস্কৃতির এত বৈচিত্র্য অন্য কোন দেশে দেখা যায় না !

 

আর এই এত বৈচিত্রের মধ্যে একতা,সংহতি, সম্প্রীতি ও আত্মস্থ করার অপরিসীম ক্ষমতাই হলো আমাদের অর্থাৎ ভারতীয়দের গর্ব অহংকার যা আমাদের দেশকে বিশ্বের দরবারে মহান থেকে মহানতর করে তুলেছে ! তাই কবি বলেছেন - “নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান” !

 

আর এই বৈচিত্র্যময় ভারতবর্ষের পূর্ব প্রান্তে বিশেষত পশ্চিমবঙ্গ,আসাম,ত্রিপুরার জনজাতিরাই মূলত বাঙালি জাতি হিসেবে পরিচিত ! বিশেষ করে যাদের ভাষাগত,সংস্কৃতিগত বা বংশগত পরিচয় এই বাংলার মাটি থেকে উদ্ভূত ! যারা তাদের প্রাণের এই মিষ্টি বাংলা ভাষা দ্বারা বিশ্ববাসীর কাছে পরিচিত, পরিচিত গৌরবময় ইতিহাস,সংস্কৃতি,ঐতিহ্য ও উৎসব পালনের মাধ্যমে !

 

সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরা এই বাংলা যেন রাজ্য নয়, বা জনপদ নয় বা কোন জায়গা নয় বরং যেন একটি স্বর্গ !

 

এই পবিত্র ভূমিতে যেমন জন্ম নিয়েছেন রামকৃষ্ণ পরমহংস দেব, স্বামী বিবেকানন্দের মতো বিশ্ববরেণ্য মনীষীরা, তেমনি এই মাটি জন্ম দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস, শহীদ ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বাঘাযতীন, মাস্টারদা সূর্যসেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, বিনয়-বাদল-দীনেশ এর মতো বীরপুরুষদের বা স্বাধীনতা সংগ্রামীদের !

 

এ মাটিতে জন্মেছেন মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া, রানী রাসমণি, কল্পনা দত্ত, বীণা দাস, অসীমা চট্টোপাধ্যায়,বাসন্তী দেবীর মতো মহীয়সী নারীরা !

 

এই মাটি যেমন জন্ম দিয়েছেন মেঘনাথ সাহা, আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বোস, প্রফুল্ল চন্দ্র রায়ের মতো বিশ্ববরেণ্য বিজ্ঞানীদের

 

তেমনই এ মাটিতে জন্মেছেন নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়,দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মত লেখক বা সাহিত্যিকরা !

 

এই বাংলা যেমন ভারত তথা বিশ্বকে দিয়েছে অস্কার পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক সত্যজিৎ রায়, তপন সিনহা, ঋত্বিক ঘটকের, মৃনাল সেন, মতো মহান চিত্র পরিচালক দের !

 

তেমন ই এই বাংলার বিশ্ব বিখ্যাত সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়,মান্না দে,সলিল চৌধুরী, কিশোর কুমার,কুমার শানুর, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লার মত গায়ক গায়িকা দের সুমধুর মনমুগ্ধ করা কণ্ঠে মেতে উঠেছে সারা বিশ্ব !

 

এই বাংলা যেমন জন্ম দিয়েছে গৌরীপ্রসন্ন মজুমদার, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন মতো গীতিকারদের, তেমন ই এই বাংলার মাটিকে সমবৃদ্ধ করেছে মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষের মতো দক্ষ ও নিপুন অভিনেতারা !

 

গোষ্ঠ পাল,নগেন্দ্রপ্রসাদ সবাধিকারী, পি.কে ব্যানার্জী, পঙ্কজ রায়, চুনি গোস্বামী, সৌরভ গাঙ্গুলী, ঝুলন গোস্বামী দের মতো দামাল ছেলে মেয়েরা যুগের পর যুগ ধরে প্রভাবিত করে এসেছে ভারতীয় ক্রীড়া জগৎ কে !

 

এছাড়াও এত গৌরবময় ইতিহাসে সমৃদ্ধ আমাদের এই সোনার বাংলা ও বাঙালি জাতি যা লিখতে শুরু করলে বোধ হয় লেখাই শেষ হবে না !

 

ভারতবর্ষের ইতিহাসে বাংলা ও বাঙালিদের অবদান এতটাই যে একসময় বলা হত - “বাঙালি আজ যা ভাবে ভারত ভাবে আগামীকাল” !

 

তাই আমাদের এই গর্বের ভাষা সংস্কৃতি গৌরবময় ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্যকে যেন কোন প্রকারে বিজাতীয় শক্তির দ্বারা অস্তিত্ব সংকটের সম্মুখীন হতে না হয় তার জন্য সমগ্র ভারতীয় বাঙালি জাতিকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, যে ঐক্য দেখা যায় রবীন্দ্রনাথ-নজরুলের গানে,সাহিত্যে যে ঐক্য দেখা যায় জীবনানন্দ-জসীমউদ্দীনের কবিতায় !

 

যেমন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বাঙালি তেমন করে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে এমন কি মৃত্যুর পরও আমাদের পরিচয় আমরা ভারতীয় বাঙালি !

 

এই অরাজনৈতিক, বাঙালি জাতীয়তাবাদী, সামাজিক সংগঠনের মাধ্যমে বাংলার সংস্কৃতি সংরক্ষণ,প্রচার ভারত ও ভারতের বাইরে সমগ্র ভারতীয় বাঙ্গালীদের একত্রিত ও ঐক্যবদ্ধ করা সাংস্কৃতিক বিনিময় ও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করে আমাদের এই ঐতিহ্যবাহী জাতির মর্যাদা রক্ষা করা এই সংগঠনের মূল উদ্দেশ্য !

 

শুভ্রজ্যোতি নায়ক (সভাপতি ও প্রতিষ্ঠাতা)

Board Members

member-image

Ayan Maity

General Secretary

member-image

Aamr Manna

Joint Secretary

member-image

Hirak Ganguly

Secretary in Information Technology

member-image

Shrabani Patra

Treasurer

member-image

Neha Nayak

Joint Treasurer

member-image

Dr. Rabin Mondal

Cultural Secretary